দিনাজপুরের ১৩টি উপজেলায় আছে একটি করে ফায়ার সার্ভিস স্টেশন। এর কোনোটিতেই নেই ডুবুরি ইউনিট। জেলায় পানিতে ডুবির ঘটনা ঘটলে ডুবুরি আনতে হয় ৭৬ কিলোমিটার দূরে রংপুর থেকে। স্থানীয় ফায়ার স্টেশনগুলোতে ডুবুরি দল না থাকায় উদ্ধার তৎপরতায় বিলম্ব ঘটে। এতে জানমালের ক্ষয়ক্ষতি বাড়ে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দিনাজপুর ফায়ার সার্ভিসের তথ্যমতে, জেলায় গত ছয় মাসে পানিতে ডুবে মারা গেছে অন্তত ২৭টি শিশু। জানা যায়, ১৩ উপজেলায় থাকা ১৩টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মধ্যে সদরেরটি ‘এ’ শ্রেণিভুক্ত। ‘এ’ শ্রেণির স্টেশনে আগুন নির্বাপক, পরিদর্শন এবং ফায়ার অ্যাম্বুলেন্সসহ ছয়টি গাড়ি রয়েছে। কিন্তু ডুবুরি ইউনিট নেই। কেউ পানিতে ডুবে গেলে ডুবুরির জন্য অপেক্ষায় থাকতে হয়। ফায়ার স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী ডুবুরি দেওয়ার দাবি জানান সাধারণ মানুষ। দিনাজপুর উন্নয়ন ফোরামের মেহেরুল্লাহ বাদল বলেন, ফায়ার সার্ভিসের মতো জরুরি একটি বিভাগে ডুবুরি না থাকায় জেলার মানুষ সেবাবঞ্চিত হচ্ছে। ফায়ার স্টেশনের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার জানান, ‘এ’ শ্রেণিভুক্ত স্টেশনে ডুবুরি ইউনিট থাকা অত্যাবশ্যক। ডুবুরি দলের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।