সিলেট বিভাগে প্রতিদিনিই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নমুনা পরীক্ষায় মিলছে নতুন নতুন আক্রান্ত। চলতি বছর বিভাগের চার জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৩৪ জন।
শনিবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানায়, চলতি বছরে আক্রান্ত সনাক্ত হওয়া ১৩৪ জনের মধ্যে ৭১ জনই হবিগঞ্জ জেলার। বিভাগের চারজেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সনাক্ত হয়েছে হবিগঞ্জে। তবে আক্রান্তদের বেশিরভাগই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়ে হবিগঞ্জে আসার তথ্য পাওয়া গেছে।
বিভাগের বাকি ৩ জেলার মধ্যে সিলেটে ২৮ জন, মৌলভীবাজারে ২০ জন ও সুনামগঞ্জে ১৫ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ওসমানী হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।
বিডি প্রতিদিন/আরাফাত