কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েলের আগুনে পুড়ে এক কৃষকের গোয়ালঘরসহ তিনটি গরু ও একটি ছাগল মারা গেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের কৃষক শামসুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগী কৃষকের।
স্থানীয়রা জানায়, কয়েল থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন গোটা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় গবাদি পশুগুলোর ডাকাডাকিতে বাড়ি ও আশপাশের লোকজন জেগে ওঠে। তারা আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে গবাদিপশু পুড়ে মারা যায়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।