ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে হত্যার দায়ে ছেলে জসিম মিয়াকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ এর বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন খান আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ রায়ের মাধ্যমে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন। তবে আসামি পক্ষের আইনজীবী নাজমুল হক রিটন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল করবে বলে জানান।
মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে লিল মিয়া(৭৫) এর সাথে তার ছেলে জসিম মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম ভারী কাঠ দিয়ে তার বাবাকে একের পর এক আঘাত করে।
পরে গুরুতর আহত অবস্থায় লিল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা করলে জসিম মিয়াকে গ্রেফতার করেন পুলিশ ।
এ মামলায় ২০২৪ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরবর্তীতে আদালতে আসামি জসিম মিয়ার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/কামাল