বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, 'প্রধান উপদেষ্টা যেমন বলেন আগামী ফেব্রুয়ারির নির্বাচন অতীতকালের মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন হবে। আমরা সেটিকে বিশ্বাস করতে চাই। বিশ্বাস রাখতে চাই।'
'কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে কিছু কর্মকর্তা ও যারা দেশ পরিচালনা করছেন, তাদের আচরণ প্রশ্নবোধক। সেগুলো নিয়ে পত্রপত্রিকায় নিয়মিতভাবে লেখালিখি চলছে। জনগণ এটিকে ভালো চোখে দেখছে না। এ বিষয়ে বিএনপি সচেতন রয়েছে। বিএনপি বিশ্বাস করতে চায় সবাই যার যার অবস্থান থেকে নিরপেক্ষ আচরণ করবেন। কোনো অবস্থাতেই বামে ডানে হেলে পড়ার চেষ্টা করবেন না।'
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দুপুরে দিনাজপুরের বিরামপুরে দলের নেতাকর্মীদের নিয়ে এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা। কমিশনার বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকলের জন্য একই কথা প্রযোজ্য।
তিনি বলেন, আমরা চাইবো যে আবেগ অনুভূতি উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের বিনিময়ে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তীকালীন সরকার রক্তের সাথে, ত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবেন।
বিডি প্রতিদিন/জুনাইদ