ঢাকা মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। আগামী রবিবার (১৯ অক্টোবর) থেকে সকালে আধা ঘণ্টা আগে ও রাতে আধা ঘণ্টা বেশি সময় মেট্রোরেল চলবে।
অন্যদিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ট্রিপের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ট্রিপ বাড়লে দুই ট্রেনের মধ্যে বিরতি অন্তত দুই মিনিট কমে যাবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “পর্যায়ক্রমে সেবা বাড়ানোর অংশ হিসেবে আগামী রোববার থেকে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালু হবে। ট্রিপ বাড়ানোর আগে পরীক্ষামূলক চলাচল চলছে; নভেম্বরের মাঝামাঝি তা কার্যকর হবে।”
বর্তমানে সপ্তাহে ছয় দিন (শনিবার থেকে বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। নতুন সূচিতে ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে। সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টার বদলে রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে সাড়ে ৭টা) এবং সবশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ৯টা ৪০ মিনিটে)।
এখন দৈনিক গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেলে চলাচল করেন। বাড়তি সময় ও ট্রিপ চালু হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়াবে বলে আশা করছে ডিএমটিসিএল।
বর্তমানে ২৪ সেট ট্রেন থাকলেও নিয়মিত যাত্রী বহনে ব্যবহৃত হয় ১২ সেট। সময় ও ট্রিপ বাড়ানো হলে সার্বক্ষণিকভাবে ১৯ সেট ট্রেন চালানো হবে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথম মেট্রোরেল চালু হয়। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হলেও এখন মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।
বিডি প্রতিদিন/হিমেল