বগুড়ার ১২টি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে স্থাপন করা হয়েছিল বিএস কোয়ার্টার। কর্মরত ব্লক সুপারভাইজার কৃষি কর্মকর্তাদের আবাসনের জন্য তিন দশক আগে নির্মিত এসব কোয়ার্টার অবহেলা ও অযত্নে নষ্ট হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনগুলো এখন অনেকটা পরিত্যক্ত। সন্ধ্যার পর সেখানে আসর জমায় নেশাখোর আর জুয়াড়িরা। ভবনের আঙিনা ছেয়ে গেছে ঝোপঝাড়ে। কিছু ভবন দখলের অভিযোগও পাওয়া গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে বগুড়ার ১২টি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে প্রথমে বাফার গোডাউন নির্মাণ করা হয়। সেখানে কৃষি কাজে ব্যবহৃত কেমিক্যাল, ডাইক্লোরোহস নামের কীটনাশক রাখা হতো। এখান থেকে বিতরণ করা হতো সার-বীজ। এরপর সেগুলো আর গুদাম হিসেবে ব্যবহার হয়নি। পরে সংস্কার করে বিএস কোয়ার্টার করা হয়। কোয়ার্টারগুলো বসবাসের জন্য সংশ্লিষ্ট এলাকার ব্লক সুপারভাইজারদের নামে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। বিধি মোতাবেক যাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল প্রতি মাসে তাদের কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ অর্থ কর্তন করা হতো। ১৯৯৬-৯৭ সালে সেগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়ে। অতিরিক্ত ভাড়ার কারণে সেখানে আর কেউ বসবাস করেননি। তখন থেকে পরিত্যক্ত পড়ে আছে কোয়ার্টারগুলো। সংরক্ষণ ও সংস্কারের অভাবে এগুলো এখন ব্যবহার অনুপযোগী। সোনাতলা উপজেলার বড় বালুয়া, মধুপুর ও জোড়গাছার কোয়ার্টার স্থানীয়রা জোরপূর্বক দখলে নিয়েছে। এগুলো উদ্ধারে কৃষি বিভাগ থেকে মামলা চলমান। জানা যায়, একটি বিএস কোয়ার্টার দুটি পরিবারের উপযোগী করে নির্মাণ করা হয়। ভবন নির্মাণের পর ব্লক সুপারভাইজাররা এসব আবাসিক ভবনে না থাকায় অযত্ন ও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে। অনেক বিএস কোয়ার্টার জঙ্গলে পরিণত হয়েছে। কোনো কোনো কোয়ার্টারের পার্শ্ববর্তী জমির মালিক নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন। অনেকেই সুযোগ বুঝে টাঙিয়েছেন নিজেদের সংগঠনের সাইন বোর্ড। সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের কৃষক আমিনুল জানান, এখন কোয়ার্টারগুলো জনশূন্য। সন্ধ্যার পর আসর জমায় নেশাখোর আর জুয়াড়িরা। দীর্ঘদিন অবহৃত ভবনগুলো দেখলে মনে হয় যেন কোনো ভুতুড়ে বাড়ি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা ফরিদুর রহমান ফরিদ জানান, এক সময়ে বিএস পদে যারা ছিলেন তারা পদোন্নতি পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হয়েছেন। তাদের জন্য নির্মাণ করা কোয়ার্টার পরবর্তী সময়ে কোনো সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
শিরোনাম
- 'অশ্লীল' তকমা দিয়ে নিষিদ্ধ করা হয় মাধুরী গান
- গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী
- টানা জয়ের বিশ্বরেকর্ড এককভাবে মরক্কোর
- ট্রাকচাপায় জাবি ছাত্রী নিহত
- ৫ দফা দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের মানববন্ধন
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচিতে মিলছে সাড়া
- ১৬ লাশের মধ্যে সাত লাশ হস্তান্তর হতে পারে
- চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৬১ জেলে
- জুলাই-আগস্টের ৭ মামলায় সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির
- নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান বাড়বে: চবি উপাচার্য
- খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ
- সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন
- নারায়ণগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেফতার
- মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন
- ৩৬ বছরের প্রতীক্ষার অবসান, চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
- ঝালকাঠিতে জলাতঙ্কে যুবকের মৃত্যু
- কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ আজ থেকে, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
ভূতুড়ে বাড়ি বিএস কোয়ার্টার
► অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে ভবন ► সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা ► কোথাও কোথাও হয়েছে দখল
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর