বগুড়ার ১২টি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে স্থাপন করা হয়েছিল বিএস কোয়ার্টার। কর্মরত ব্লক সুপারভাইজার কৃষি কর্মকর্তাদের আবাসনের জন্য তিন দশক আগে নির্মিত এসব কোয়ার্টার অবহেলা ও অযত্নে নষ্ট হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনগুলো এখন অনেকটা পরিত্যক্ত। সন্ধ্যার পর সেখানে আসর জমায় নেশাখোর আর জুয়াড়িরা। ভবনের আঙিনা ছেয়ে গেছে ঝোপঝাড়ে। কিছু ভবন দখলের অভিযোগও পাওয়া গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে বগুড়ার ১২টি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে প্রথমে বাফার গোডাউন নির্মাণ করা হয়। সেখানে কৃষি কাজে ব্যবহৃত কেমিক্যাল, ডাইক্লোরোহস নামের কীটনাশক রাখা হতো। এখান থেকে বিতরণ করা হতো সার-বীজ। এরপর সেগুলো আর গুদাম হিসেবে ব্যবহার হয়নি। পরে সংস্কার করে বিএস কোয়ার্টার করা হয়। কোয়ার্টারগুলো বসবাসের জন্য সংশ্লিষ্ট এলাকার ব্লক সুপারভাইজারদের নামে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। বিধি মোতাবেক যাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল প্রতি মাসে তাদের কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ অর্থ কর্তন করা হতো। ১৯৯৬-৯৭ সালে সেগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়ে। অতিরিক্ত ভাড়ার কারণে সেখানে আর কেউ বসবাস করেননি। তখন থেকে পরিত্যক্ত পড়ে আছে কোয়ার্টারগুলো। সংরক্ষণ ও সংস্কারের অভাবে এগুলো এখন ব্যবহার অনুপযোগী। সোনাতলা উপজেলার বড় বালুয়া, মধুপুর ও জোড়গাছার কোয়ার্টার স্থানীয়রা জোরপূর্বক দখলে নিয়েছে। এগুলো উদ্ধারে কৃষি বিভাগ থেকে মামলা চলমান। জানা যায়, একটি বিএস কোয়ার্টার দুটি পরিবারের উপযোগী করে নির্মাণ করা হয়। ভবন নির্মাণের পর ব্লক সুপারভাইজাররা এসব আবাসিক ভবনে না থাকায় অযত্ন ও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে। অনেক বিএস কোয়ার্টার জঙ্গলে পরিণত হয়েছে। কোনো কোনো কোয়ার্টারের পার্শ্ববর্তী জমির মালিক নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন। অনেকেই সুযোগ বুঝে টাঙিয়েছেন নিজেদের সংগঠনের সাইন বোর্ড। সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের কৃষক আমিনুল জানান, এখন কোয়ার্টারগুলো জনশূন্য। সন্ধ্যার পর আসর জমায় নেশাখোর আর জুয়াড়িরা। দীর্ঘদিন অবহৃত ভবনগুলো দেখলে মনে হয় যেন কোনো ভুতুড়ে বাড়ি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা ফরিদুর রহমান ফরিদ জানান, এক সময়ে বিএস পদে যারা ছিলেন তারা পদোন্নতি পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হয়েছেন। তাদের জন্য নির্মাণ করা কোয়ার্টার পরবর্তী সময়ে কোনো সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
শিরোনাম
- এবার ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশনযুক্ত মিসাইল ছুড়লো হুতি
- কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার
- নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ততই বাড়ছে : সাইফ আলী খান
- টানা পাঁচ ঘণ্টা ধরে অবরুদ্ধ জবি উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টর ও রেজিস্ট্রার
- গাজীপুরে ট্রাফিক সদস্যদের স্বচ্ছতা নিশ্চিতে লাগানো হচ্ছে বডিঅন ক্যামেরা
- রাঙামাটিতে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
- তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
- বরিশালে ট্যাংকলরি শ্রমিকদের ৬ ঘণ্টা কর্মবিরতি পালন
- ‘তরুণদের স্পিরিট কাজে লাগিয়ে দেশ গড়তে হবে’
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা
- কুমিল্লায় একই পরিবারের চারজন নিহত: উল্টোপথে আসা সেই বাস জব্দ
- দুইজন ইউটিউব খুলে সাংবাদিক সেজে চাঁদাবাজি করেই যাচ্ছে : ইলিয়াস
- শরীয়তপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
- আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত
- হল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স
- মোহাম্মদপুর থানার ওসিসহ ডিএমপির তিন পরিদর্শক বদলি
- গণপিটুনিতে হত্যার বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন
- দুই দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের প্রশাসনিক ভবন অবরোধ
- ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না আসছে : বিসিবি সভাপতি
- রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের সম্মেলন শুরু
ভূতুড়ে বাড়ি বিএস কোয়ার্টার
► অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে ভবন ► সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা ► কোথাও কোথাও হয়েছে দখল
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর