জয়পুরহাটের আক্কেলপুরে ছামছুর আলী খলিফা (৬৫) নামে এক বৃদ্ধের পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ি নওগাঁর শৈলগাছি গ্রামে। তার ছোট ভাই মুজাহিদ খলিফা এ পরিচয় নিশ্চিত করছে। এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলা হয়েছে। ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।