সিলেটে নিজ ঘরে প্রতিবন্ধী শিক্ষার্থীর এবং গাইবান্ধায় হাত-পায়ে বেরি লাগানো অবস্থাায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর- সিলেট : সিলেট কানিশাইল এলাকায় নিজ ঘর থেকে গতকাল সকালে স্কুলছাত্রী রেশমা বেগমের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শারীরিক প্রতিবন্ধী রেশমা ওই এলাকার প্রত্যাশা-৬৬ আলিম মিয়ার কলোনির বাসিন্দা ওয়ারিছ মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী। পুলিশ জানায়, রেশমার লাশ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখে পরিবারের লোকজন থানায় খবর দেন। লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, মেয়েটি শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
গাইবান্ধা : গোবিন্দগঞ্জে হাত-পায়ে শিকল ও বেরি লাগানো অবস্থাায় পায়েল মিয়া (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় নিজ ঘর থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। পায়েল ওই এলাকার আত্তাব আলীর ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, পায়েল মাদকাসক্ত হওয়ায় এলাকায় চুরিসহ প্রতিবেশীর ছোটখাট ক্ষতিসাধন করত। এ কারণে তার হাত-পায়ে শিকল ও বেরি লাগানো হয়েছিল। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, মৃত্যুর কারণ জানতে লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।