গাজীপুরের টঙ্গীতে একটি শিশুখাদ্য উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল টঙ্গীর বিসিক এলাকার শাপলা ফুড নামে ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভিন। এ সময় অনুমোদনহীন শিশু খাদ্য কারখানা মালিকের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।