‘ছুরি-চাকু ও সন্ত্রাস রুখতে হবে এখনই, নিরাপদ বগুড়া আমাদের হাতেই’- এ স্লোগানে জনসচেতনতা বাড়াতে বগুড়া জেলা পুলিশ লিফলেট বিতরণ করেছে। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার জেদান আল মুসা শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় এ লিফলেট বিতরণ করেন। পুলিশ সুপার বলেন, বগুড়ায় সম্প্রতি ছুরি-চাকু ও সন্ত্রাসী কর্মকাণ্ড অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশেষ করে ছুরি-চাকু ব্যবহার করে ছিনতাই ও খুনের ঘটনা ঘটছে।