চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে এসে তোপের মুখে পড়েন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতা। এ সময় তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারে বিক্ষুব্ধ জনতা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমীন ও গোলাম রাব্বানী ফটিক। তাদের মধ্যে রুহুল আমীন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলার আসামি রুহুল আমিন ও গোলাম রব্বানী। ওই মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পান তারা। গতকাল তারা জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।
আদালত ২৮ জুলাই জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন। এদিকে দুই আওয়ামী লীগ নেতার আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তারা আদালত থেকে বের হওয়ার সময় রুহুল আমীন ও গোলাম রাব্বানীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। পরে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুল আজিজ বলেন, ‘শিবির নেতা তুহিন হত্যার ন্যায়বিচার পেতে এবং আসামিদের যাতে জামিন দেওয়া না হয় সেই দাবিতে আমাদের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তবে কোনো ডিম ছুড়ে মারা হয়নি।’
সদর থানার ওসি মতিউর রহমান জানান, ‘নিরাপত্তাজনিত কারণে রুহুল আমীন ও গোলাম রব্বানীকে পুলিশ নিয়ে এসেছে। তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’