সুন্দরবনে অবৈধ শুঁটকি পাচারে বাধা দেওয়ায় বনরক্ষীদের ওপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। এতে চার বনরক্ষী গুরুতর আহত হয়েছেন। এ সময় তারা ছিনিয়ে নিয়ে গেছে বনরক্ষীদের একটি টহল বোট। গতকাল পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের হরিণটানা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বনরক্ষীরা হলেন হরিণটানা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল মণ্ডল (৩১), বনরক্ষী আরমান দারিয়া (২৫), আবুল হাসান (২৭) ও আবদুল গফুর (৪৭)। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সুবলকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শরণখোলা থানায় মামলা করেছে বন বিভাগ। বনরক্ষীরা অভিযান চালালে ১০-১২ জন দুর্বৃত্ত বনরক্ষীদের পিটিয়ে নদীতে ফেলে দেয় ও তাদের ব্যবহৃত টহল বোটটি ছিনিয়ে নিয়ে যায়।