র্যাবের পৃথক অভিযানে ধর্ষণ ও অপহরণ মামলার এজাহারনামীয় তিন আসামি গ্রেপ্তার হয়েছেন। চট্টগ্রামের বাকলিয়া, জোরারগঞ্জ ও ফেনীর ছাগলনাইয়া থেকে রবিবার তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ গতকাল বিষয়টি নিশ্চিত করে জানায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তারা হলেন- শহিদুল ইসলাম, রুকসানা পারভীন লিনা ও শাহাদাৎ হোসেন। তাদের বিভিন্ন স্থান গ্রেপ্তার করা হয়।