সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নামাজরত ভাইকে খুনের অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম, নাটোর ও মাদারীপুরে উদ্ধার করা হয়েছে তিনজনের লাশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
সুনামগঞ্জ : জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পূর্ব চরগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে নামাজরত ভাইকে খুনের অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। গত বুধবার রাতে এশার নামাজের সময় ভাইয়ের লাঠির আঘাতে আহত হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যান। নিহত মুজিবুর রহমানের (৪৮) বাড়ি চরগাঁও গ্রামে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম ফয়জুর রহমান (৬০)। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, অভিযুক্ত বড় ভাইকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম : সীতাকুণ্ডে নিখোঁজের তিন দিন পর নয়ন কুমার (২৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। নয়ন দক্ষিণ মুরাদপুর গ্রামের বাবুল চন্দ্রের ছেলে। তিনি সীতাকুণ্ড বাজারের একটি দোকানে বিক্রয়কর্মীর কাজ করতেন। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা নয়নকে নির্যাতনের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। নাটোর : নলডাঙ্গায় চার দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রফিকুল ইসলাম (৫০) নামে একজন কৃষক। বাড়ির অদূরে গোরস্তানের পাশ থেকে গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ। মাদারীপুর : রাজৈর উপজেলায় নিখোঁজের এক দিন পর লামিয়া আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাইকপাড়া গ্রামের আবদুল হকের পুকুরে তার লাশ পাওয়া যায়। লামিয়া একই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।