বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে বগুড়ার আদমদীঘি উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে বিভিন্ন হাটবাজার ও বাসস্ট্যান্ড এলাকায় জনগণের হাতে লিফলেট পৌঁছে দেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মান্নান। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন, শফিকুল ইসলাম খান লিখন, সাজেদুর রহমান অ্যাঞ্জেল, মোখলেছুর রহমান, তাজ উদ্দিন আহমেদ, সুলতান মাহমুদ চঞ্চল, নাজিম উদ্দীন, যুবদল নেতা শাহজালাল মাহমুদ চপল প্রমুখ। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে তুলে ধরেন। এই ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।