নারায়ণগঞ্জের ফতুল্লায় হাশেম মোল্লা নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা মামলার ঘটনায় ভগ্নীপতি আল আমিনকে (২৮) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। আল আমিন নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চরকাশিপুরের জলিল মিয়ার ছেলে। হাশেম মোল্লা একই এলাকার প্রয়াত নূর হোসেনের ছেলে ও আল আমিনের স্ত্রীর
বড় ভাই। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউন খান বলেন, হাশেম মোল্লার ছোট বোন পুষ্পা আক্তারের একই এলাকার আল আমিনের সঙ্গে বিয়ে হয়। ২০২২ সালের ২৬ জুলাই রাতে আল আমিন তার স্ত্রীকে মারধর করলে বড় ভাই হাশেম মোল্লা প্রতিবাদ করেন। এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।