শৈলকুপায় শামীম হোসেন মোল্লা নামে একজনকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শৈলকুপা থানার ওসি মাসুম খান। অপহরণের শিকার শামীম হোসেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওসি জানান, শনিবার রাতে শামীমকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়।