কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মারা যাওয়া বগুড়ার আসিফ আহমেদের (২২) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকালে দুই দফা জানাজা শেষে গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আসিফ বগুড়া শহরের দক্ষিণ নারুলী এলাকার কলেজ শিক্ষক রফিকুল ইসলাম রুবেলের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার সকালে কক্সবাজারের হিমছড়ি সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আসিফসহ একই বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ভেসে যান। পরে বুধবার সকালে আসিফের লাশ ভেসে ওঠে।