নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘পুলিশ’ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার পাঁচরুখী এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম জানান, রাত ৩টার দিকে জানালার গ্রিল কেটে ২০-২৫ জন মুখোশধারী ‘পুলিশ’ পরিচয়ে বাড়িতে ঢোকে। এরপর তারা বাড়ির সবাইকে গামছা এবং গেঞ্জি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। ছুরি, চাপাতি, শাবলসহ দেশি অস্ত্রের ভয় দেখায়। তারা আলমারি ভেঙে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকাসহ অর্ধকোটি টাকার মালামাল নিয়ে যায়। ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’