বেরুলা খালকে বলা হয় কুমিল্লার দক্ষিণাংশের প্রাণ। এ খাল ঘিরে ধান ও মাছে সমৃদ্ধ ছিল লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলা। অপরিকল্পিত নির্মাণ, দখল আর দূষণে খালটি প্রায় মরে গেছে। দখল হয়ে গেছে দুই-তৃতীয়াংশ। কমছে ফসল উৎপাদন। হারিয়ে গেছে দেশি মাছের উৎস। পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় গত বছর বর্ষার পর তিন উপজেলার কয়েক লাখ মানুষ দুই মাস ধরে জলাবদ্ধ ছিলেন। চলতি বর্ষায় আবারও ডুবতে পারে এ তিন উপজেলা। এলাকাবাসী খালটির সংস্কারের দাবিতে নানান কর্মসূচি পালন করে আসছেন। পাউবো বলছে, আবেদন পেলে তারা বিষয়টি বিবেচনা করবে। কৃষ্ণপুরের সমাজকর্মী সাফায়েত মজুমদার বলেন, ‘বেরুলা খাল তিন উপজেলার মানুষের ধানের জমিতে সেচের প্রধান উৎস ছিল। এখানে প্রায় সারা বছর দেশি মাছ পাওয়া যেত। নৌকাযোগে বহন করা হতো মালামাল। সবই আজ স্মৃতি। খালটির পুনঃখনন জরুরি।’ খিলা এলাকার রাজনৈতিক কর্মী গোলাম মাওলা বলেন, ‘বেরুলা খালের যৌবন দেখেছি। সেই খাল এখন নেই বললেই চলে। খাল দখল হয়ে যাওয়ায় এ এলাকার ফসলের জমি মরুভূমিতে রূপ নিচ্ছে। বর্ষাকালে জলাবদ্ধতায় মানুষ ডুবে থাকছে।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ বলেন, ‘বেরুলা খাল ভরাট হয়ে যাওয়ায় তিন উপজেলার কৃষকের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। খালটি খননের বিষয়ে আমরা বিভিন্ন ফোরামে কথা বলছি।’ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ‘সেচের প্রয়োজন ও জলাবদ্ধতা দূরীকরণে খাল খনন ও সংস্কার করা হয়। স্থানীয় জনপ্রতনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তা বা জনসাধারণ লিখিত আবেদন দিলে বেরুলা খাল পুনঃখননের বিষয়টি বিবেচনা করা হবে।’ স্থানীয় সূত্র জানান, লাকসামের ডাকাতিয়া নদীর ফতেপুর এলাকায় খালটি উৎপন্ন হয়েছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গা ঘেঁষে খালটি ৬০ কিলোমিটার পাড়ি দিয়ে গেছে নোয়াখালীর চৌমুহনী পর্যন্ত। মহাসড়ক সম্প্রসারণ করায় খালটি সংকুচিত হয়ে যায়। সেই সুযোগ লুফে নেন দখলদাররা। গত দেড় দশকে বেরুলাসহ এ অঞ্চলের প্রায় সব কটি খাল দখল করে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, পুকুর, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। সরেজমিন দেখা যায়, যে যেভাবে পারছে খাল দখল করছে। ফতেপুরে খালের ওপর বাঁশবাজার বসানো হয়েছে। ভাটিয়াভিটা ও নোয়াগাঁওয়ে গড়ে উঠেছে বাড়ি, দোকান। একই অবস্থা কালিয়া চৌ ও উত্তরদা এলাকায়। সেখানে খালের ওপর কারখানা স্থাপন করা হয়েছে। খিলা, নাথেরটুয়া ও বিপুলাসার বাজারের পাশের নির্মাণ করা হয়েছে দোকানপাট।
শিরোনাম
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
- মাগুরায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদ ও গাঁজা উদ্ধার, আটক ২
- মালয়েশিয়ায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ
বেরুলা খাল এখন শুধুই স্মৃতি
দখল হয়ে গেছে দুই-তৃতীয়াংশ, সেচের অভাবে কমছে ফসল উৎপাদন, হারিয়ে গেছে দেশি মাছের উৎস
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর