বেরুলা খালকে বলা হয় কুমিল্লার দক্ষিণাংশের প্রাণ। এ খাল ঘিরে ধান ও মাছে সমৃদ্ধ ছিল লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলা। অপরিকল্পিত নির্মাণ, দখল আর দূষণে খালটি প্রায় মরে গেছে। দখল হয়ে গেছে দুই-তৃতীয়াংশ। কমছে ফসল উৎপাদন। হারিয়ে গেছে দেশি মাছের উৎস। পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় গত বছর বর্ষার পর তিন উপজেলার কয়েক লাখ মানুষ দুই মাস ধরে জলাবদ্ধ ছিলেন। চলতি বর্ষায় আবারও ডুবতে পারে এ তিন উপজেলা। এলাকাবাসী খালটির সংস্কারের দাবিতে নানান কর্মসূচি পালন করে আসছেন। পাউবো বলছে, আবেদন পেলে তারা বিষয়টি বিবেচনা করবে। কৃষ্ণপুরের সমাজকর্মী সাফায়েত মজুমদার বলেন, ‘বেরুলা খাল তিন উপজেলার মানুষের ধানের জমিতে সেচের প্রধান উৎস ছিল। এখানে প্রায় সারা বছর দেশি মাছ পাওয়া যেত। নৌকাযোগে বহন করা হতো মালামাল। সবই আজ স্মৃতি। খালটির পুনঃখনন জরুরি।’ খিলা এলাকার রাজনৈতিক কর্মী গোলাম মাওলা বলেন, ‘বেরুলা খালের যৌবন দেখেছি। সেই খাল এখন নেই বললেই চলে। খাল দখল হয়ে যাওয়ায় এ এলাকার ফসলের জমি মরুভূমিতে রূপ নিচ্ছে। বর্ষাকালে জলাবদ্ধতায় মানুষ ডুবে থাকছে।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ বলেন, ‘বেরুলা খাল ভরাট হয়ে যাওয়ায় তিন উপজেলার কৃষকের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। খালটি খননের বিষয়ে আমরা বিভিন্ন ফোরামে কথা বলছি।’ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ‘সেচের প্রয়োজন ও জলাবদ্ধতা দূরীকরণে খাল খনন ও সংস্কার করা হয়। স্থানীয় জনপ্রতনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তা বা জনসাধারণ লিখিত আবেদন দিলে বেরুলা খাল পুনঃখননের বিষয়টি বিবেচনা করা হবে।’ স্থানীয় সূত্র জানান, লাকসামের ডাকাতিয়া নদীর ফতেপুর এলাকায় খালটি উৎপন্ন হয়েছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গা ঘেঁষে খালটি ৬০ কিলোমিটার পাড়ি দিয়ে গেছে নোয়াখালীর চৌমুহনী পর্যন্ত। মহাসড়ক সম্প্রসারণ করায় খালটি সংকুচিত হয়ে যায়। সেই সুযোগ লুফে নেন দখলদাররা। গত দেড় দশকে বেরুলাসহ এ অঞ্চলের প্রায় সব কটি খাল দখল করে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, পুকুর, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। সরেজমিন দেখা যায়, যে যেভাবে পারছে খাল দখল করছে। ফতেপুরে খালের ওপর বাঁশবাজার বসানো হয়েছে। ভাটিয়াভিটা ও নোয়াগাঁওয়ে গড়ে উঠেছে বাড়ি, দোকান। একই অবস্থা কালিয়া চৌ ও উত্তরদা এলাকায়। সেখানে খালের ওপর কারখানা স্থাপন করা হয়েছে। খিলা, নাথেরটুয়া ও বিপুলাসার বাজারের পাশের নির্মাণ করা হয়েছে দোকানপাট।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
বেরুলা খাল এখন শুধুই স্মৃতি
দখল হয়ে গেছে দুই-তৃতীয়াংশ, সেচের অভাবে কমছে ফসল উৎপাদন, হারিয়ে গেছে দেশি মাছের উৎস
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর