চিলুয়া। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের একটি গ্রাম। গ্রামটি ছোটখাটো। তবে শতাধিক জাম গাছের জন্য এর সুনাম ছড়িয়ে পড়েছে পাশের উপজেলাসহ বিভিন্ন জেলায়। চিলুয়া মাদরাসার পাশের খাল পাড়ের সড়কে এই গাছগুলো লাগানো হয়েছে। রাস্তাটি চলে গেছে বুরপৃষ্ঠ বাদমতলী বাজারের দিকে। আধাকিলোমিটার এলাকাজুড়ে শুধু জাম গাছ। যিনি পাড়তে পারেন জাম তার। চিলুয়া গ্রামের মৌলভি আবদুর রশিদ এই ভালোবাসার বীজ বুনেছেন। স্থানীয়রা জানান, চিলুয়া গ্রামের মৌলভি আবদুর রশিদ ১৯৯৬ সালে গাছগুলো রোপণ করেন। ১০ বছর পর এগুলোতে ফল ধরতে শুরু করে। গ্রীষ্মকালে এখানে গাছে গাছে ভালোবাসার রং ছড়িয়ে পড়ে। আবদুর রশিদ ২০০৪ সালে মারা যান। তিনি ও তার পরিবার কেউ কখনো গাছের ফল দাবি করেননি। গ্রামবাসী ও আশপাশের মানুষ তা পেড়ে নেন। গতকাল সরেজমিন দেখা যায়, কালো জামে রঙিন হয়ে উঠেছে গাছগুলো। জামের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারপাশের বাতাসে। কিশোর-তরুণরা দলবেঁধে গাছে উঠেছেন জাম পাড়তে। এখানে জামের মৌসুমে উৎসবের হাট বসে। এ ছাড়া এখানে ভোর বেলায় জাম সংগ্রহের জন্য বেশি মানুষ ভিড় করেন। পাশের বছুরিয়া গ্রামের আরমান হোসেন বলেন, এখানে গাছের ছায়ায় ভালো সময় কাটে। এই গ্রামের লোকজন জাম পাড়তে বাধা দেন না। গাছ লাগানো মৌলভি আবদুর রশিদের নাতি ড. আমিমুল এহসান বলেন, তার দাদা সব সময় গাছ লাগাতে পছন্দ করতেন। তিনি মনে করতেন গাছ লাগালে মানুষ ও পাখি সবাই উপকৃত হবে। দাদার পথ অনুসরণ করে আমরাও কাউকে জাম নিতে বাধা দেই না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ বলেন, মৌলভি আবদুর রশিদরা এই সমাজের আলোকিত চরিত্র। এদের মতো মানুষের সংখ্যা বাড়লে সমাজ আরও এগিয়ে যাবে। তার মতো আরও মানুষ গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসবেন বলে আমরা প্রত্যাশা করি।
শিরোনাম
- বসুন্ধরা কিংসের তাঁবুতে কিউবা
- আমরা ভারত-পাকিস্তান পরিস্থিতির উপর ‘প্রতিদিন’ নজর রাখছি: মার্কো রুবিও
- সারাদেশে বিশেষ পুলিশি অভিযান, গ্রেফতার ১৬২৯
- শাহজালালে ৭৬ ভরি সোনার গয়নাসহ তিনজন আটক
- ওয়াকিটকি ক্রয়ে অনিয়ম : ডিএনসিসিতে দুদকের অভিযান
- চট্টগ্রামে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড
- নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
সড়কজুড়ে শুধু জাম গাছ
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর