জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের মধ্যে সরকারের দেওয়া আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আহতদের হাতে এ চেক তুলে দেন। এ সময় পুলিশ সুপার ফারুক হোসেন, গণপতি রায়, মনোয়ার হোসেন, সাইদুর রহমান বাচ্চু, সজীব সরকার, মেহেদী হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯৬ জন আহত পরিবারকে জনপ্রতি ১ লাখ টাকা করে চেক প্রদান করা হয়। এ ছাড়া অন্যান্য উপজেলায় আরও ১৫৩ জন আহত ব্যক্তিকে ১ লাখ টাকা করে চেক প্রদান করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আহতদের উদ্দেশে বলেন, সরকার ও জেলা প্রশাসন সুখে-দুঃখে সবসময় জুলাই যোদ্ধা হিসেবে আপনাদের পাশে থাকবে- এটা প্রতিজ্ঞা করছি।