গাইবান্ধায় ‘গণবিরোধী’ প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দেবল কুমারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন- মাসুদুর রহমান মাসুদ, আনাউর রহমান, আবদুর রহিম, মাহবুবার রহমান সুমন প্রমুখ।