চলতি মৌসুমে বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শহরের চকসূত্রাপুর জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা খাদ্যনিয়ন্ত্রক সাইফুল কাবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। ২০২৫ মৌসুমের আওতায় সরকারি প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯, প্রতি কেজি আতপ চাল ৪৮ ও গম প্রতি কজি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বগুড়া সদরে সিদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৬৭৮ মেট্রিক টন। ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩৬ মেট্রিক টন।