বগুড়ার শেরপুরে আন্তজেলা ইজিবাইক চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রংপুর ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- রংপুরের মিঠাপুকুরের আসাদুল ইসলাম (২৭), বগুড়ার গাবতলী উপজেলার ওয়াহেদুল ইসলাম (২৯), সদর উপজেলার ফিরোজ উদ্দিন (৩০) ও ধুনট উপজেলার মিন্টু মেকার (৪০)। ওসি শফিকুল ইসলাম শফিক জানান, তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অটোরিকশা ও ইজিবাইক চুরি করে বিক্রি করে আসছিল।