চুয়াডাঙ্গার দামুড়হুদায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শুক্রবার রাতে মামলাটি করেন। গত পাঁচ বছরে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে এজাহারে উল্লেখ রয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালে ওই ছাত্রী যখন নবম শ্রেণিতে পড়তেন তখন তার একজন গৃহশিক্ষক ছিলেন। ওই শিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে ওই শিক্ষক বিয়ের আশ্বাসে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। সবশেষ গত ১ মার্চ আবারও ওই শিক্ষক মেয়েটিকে ধর্ষণ করেন। এরপর তাকে বিয়ে করতে বললে নানা টালবাহানা করতে থাকেন তিনি।