বাগেরহাট, চাঁদপুর ও পটুয়াখালীতে গতকাল বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের খবর-
বাগেরহাট : মোংলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে নাসির উদ্দিন শেখ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মোংলা উপজেলার মিঠাখালী এলাকায় নিজ বাড়ির পুকুরে গতকাল দুপুরে জাল দিয়ে মাছ ধরার সময় বৃষ্টির মধ্যে এ বজ্রপাত হয়।
চাঁদপুর : হাজীগঞ্জ উপজেলার লাউকরা গ্রামের মাঠে ধান কাটতে গিয়ে গতকাল বজ্রপাতে মারা যান সাহাব উদ্দিন (২৬) নামে একজন কৃষক।
পটুয়াখালী : মির্জাগঞ্জে চরে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে হালিম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিম হাওলাদার (৬০) পূর্ব সুবিদখালী গ্রামের ছাদেম আলীর ছেলে। মির্জাগঞ্জ থানার ওসি শামীম আহমেদ বলেন, চরে গরু আনতে গিয়ে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।