নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন-উপজেলা রসুলপুর গ্রামের সম্বর মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবীর মিয়া (৪৫) ও হায়াতপুর গ্রামের রাখাল সরকার (৬৬)। এ ছাড়া রানু মিয়া (৪৫) নামে একজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় রসুলপুর, কৃষ্ণপুর ও হায়াতপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, হতাহতদের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।