জামালপুরের ইসলামপুরে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন। সহযোগী সদস্য ফরম পূরণ করে শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেন তিনি। আলী হোসেন দীর্ঘদিন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সবশেষ ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির চলমান কমিটির সহসভাপতির দায়িত্বে।