বগুড়ার শেরপুরে কাবিল উদ্দিন নামের এক জামায়াতের এক কর্মীকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দল এক নেতাকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাতে উপজেলার গোসাইবাড়ী বটতলায় এ ঘটনা ঘটে। ওই স্বেচ্ছাসেবক দল নেতার নাম গোলাম আজম (২৮)। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।