সিরাজগঞ্জের সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। তারা হলেন- মো. আবুল কালাম (২৮) ও মো. মমিন মিয়া (৩০)। গতকাল র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা শাখার সহযোগিতায় রবিবার রাত সোয়া ১১টার দিকে র্যাব ৪০ কেজি গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা করা হয়েছে।