বোয়ালমারীতে তামাক চাষ এবং লোকালয়ে তামাক প্রক্রিয়াজাত করার ঘর নির্মাণ ও পোড়ানোর কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দরা। বিপন্ন হচ্ছে পরিবেশ। জানা যায়, বোয়ালমারীতে হঠাৎ বেড়ে গেছে তামাকের চাষ। উপজেলার চতুল, পরমেশ্বরদী এবং রূপাপাত ইউনিয়নে সবচেয়ে বেশি তামাক আবাদ হচ্ছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এখানে প্রায় ১৫ একর জমিতে তামাক চাষ হয়। তামাক কোম্পানিগুলো নানা প্রলোভনে সাধারণ মানুষকে তামাক চাষে প্রলুব্ধ করছে। কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মানুষ কাজ করছে তামাক চাষ থেকে শুরু করে প্রক্রিয়াজাত পর্যন্ত। আবাসিক এলাকায় চলছে তামাক প্রক্রিয়াকরণ। এতে অসুস্থ হচ্ছে মানুষ। দূষিত হচ্ছে পরিবেশ। দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে অনেকে। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, তামাক বিষাক্ত পণ্য। তামাক চাষ এবং প্রক্রিয়াকরণ এলাকার আশপাশের লোকজন শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হতে পারেন। ধূমপানে যে ক্ষতি তামাকেও একই ক্ষতি। এর থেকে দীর্ঘমেয়াদি এজমা, ক্যান্সারসহ নানা রোগ হতে পারে। আক্রান্ত হতে পারে ফুসফুসও।