ব্রাহ্মণবাড়িয়ার মাছের আঁশ (আইস) রপ্তানি হচ্ছে বিদেশে। প্রতি মাসে আসছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। মাছের উচ্ছিষ্ট অংশ (আঁশ) বিক্রি করে লাভবান হচ্ছেন অনেক জেলে পরিবার। জেলার প্রায় ৫০টি পরিবার মাছের আঁশ শুকানোর সঙ্গে জড়িত। মাছ ব্যবসায়ীদের তথ্যমতে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে প্রতি মাসে অন্তত ৫ লাখ টাকার মাছের আঁশ বিক্রি হয়। জানা যায়, জেলে পরিবারের সদস্যরা প্রতিদিন মাছের আঁশ সংগ্রহ করে রোদে শুকিয়ে ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। তারা এগুলো প্রক্রিয়াজাত করে পাঠান চীন, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে। আঁশ বিক্রির সঙ্গে জড়িতরা জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার, মেড্ডা বাজার, ফারুকী বাজার, বউ বাজার, পশ্চিম মেড্ডা পীরবাড়ি বাজার, কাউতলী বাজার, মদ্যপাড়া বর্ডার বাজারসহ বিভিন্ন বাজারে মাঝারি ও বড় কার্প জাতীয় মাছ নিয়মিত বিক্রি হয়। বেশির ভাগ ক্রেতা মাছ কিনে বাজারেই কাটিয়ে বাড়ি নেন। অনেকে মাছের নাড়ি-ভুঁড়ি ফেলে দেন। কাটুয়ারা মাছ কাটার আগে আঁশ আলাদা করে রাখেন। কাঁচা আঁশ বাড়িতে নিয়ে রোদে শুকিয়ে বস্তায় ভরেন। পরে স্থানীয় পাইকার বা ব্যাপারীদের কাছে প্রতি বস্তা ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি করেন। কেজি বিক্রি হয় ৮০-১০০ টাকা। শহরের তিতাস নদীর তীরে পাইকপাড়া, কান্দিপাড়া মাইমল হাটি, সীতানগর, কাশিনগর গ্রামে প্রতিদিন আঁশ শুকাতে দেখা যায়। মেড্ডা বাজারে মাছ কাটার সঙ্গে জড়িত রামু দাস জানান, দীর্ঘদিন ধরে তিনি মাছ কাটছেন। মাছ থেকে বিপুল পরিমাণ আঁশ বের হয়। আঁশ সংগ্রহ করে শুকিয়ে বিক্রি করেন। দিলীপ দাস জানান, প্রতিদিন মাছ কাটি। যে আঁশ বের হয় দুপুরে তা বাড়ি নিয়ে যাই। ভালোভাবে ধুয়ে চাটাইয়ে শুকিয়ে বিক্রির উপযোগী করে থাকি। পূর্ণিমা দাস নামে এক গৃহবধূ জানান, মাছের আঁশ শুকিয়ে তিনি মাসে ৮-১০ হাজার টাকা আয় করেন। আনন্দ বাজারের মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়া জানান, মাছের আঁশ চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আঁশ ব্যবহার হয় ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ও কসমেটিকস শিল্পে। এ ছাড়া ব্যাটারি তৈরি, বৈদ্যুতিক পণ্য, কৃত্রিম কর্নিয়া ও পোলট্রি খাদ্য, ক্যাপসুল তৈরির কাজেও লাগে।
শিরোনাম
- সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি স্থগিত
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি জলবায়ু ও জীববৈচিত্র্য’ শীর্ষক সেমিনার
- গাজীপুরে আগামীকাল থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
- পুঁজিবাজারে সূচক কমলেও ডিএসইর লেনদেন বেড়েছে সামান্য
- ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৫ শিক্ষার্থী
- এইচএসসি পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস ঠেকাতে ৩৩ নির্দেশনা
- ফুলবাড়ীতে লাম্পি রোগে গরুর মৃত্যু, দুশ্চিন্তায় খামারিরা
- ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন
- ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ’ শীর্ষক সেমিনার
- হাসিনার হলফনামায় তথ্য গোপন : ইসির আইন শাখার মতামতের পর ব্যবস্থা
- ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপসাংবাদিকতা রুখতে হবে’
- স্ত্রীসহ সাবেক এমপি আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- বরগুনায় এক যুগ পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- আওয়ামী লীগ-যুবলীগ ও সাবেক কাউন্সিলরসহ বগুড়ার তিনজন গ্রেপ্তার
- স্ত্রী-ছেলেসহ সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- অস্ত্র রফতানি আরও বাড়ানোর ঘোষণা দিলেন পুতিন
- পারমাণবিক শক্তি বাড়াতে নির্বাহী আদেশ সই ট্রাম্পের
- সন্ধ্যায় যমুনায় যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
- মুক্ত জলাশয়ের কচুরিপানা ফুলে মুগ্ধ পথচারী
মাছের আঁশে বৈদেশিক মুদ্রা
মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর