গাজীপুরে জামিন নিয়ে বের হওয়ার সময় আদালত চত্বরে হামলা চালিয়ে দুই ভাইকে তুলে নেওয়ার ঘটনায় জিএমপি সদর থানায় মামলা হয়েছে। মামলায় তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে। অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পেয়ে ভুক্তভোগী মিলন মিয়া বুধবার রাতে এ মামলা করেন। বুধবার জামিন পেয়ে আদালত থেকে বের হওয়ার সময় তাদের ওপর হামলা চালিয়ে দুই ভাইকে তুলে নিয়ে যায়।