রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (NSU) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ। এই সহযোগিতার লক্ষ্য একাডেমিক উৎকর্ষ, ক্লিনিক্যাল গবেষণা এবং ফার্মাসিউটিক্যাল উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, পাশাপাশি স্বাস্থ্যসেবা শিল্প ও শিক্ষাক্ষেত্রের মধ্যে সংযোগকে আরও দৃঢ় করা।
এই অংশীদারিত্বের মাধ্যমে, এভারকেয়ার হাসপাতাল এবং NSU গবেষণা উদ্যোগ, জ্ঞান বিনিময় প্রোগ্রাম এবং শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগে একসঙ্গে কাজ করবে। এর ফলে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ফার্মাসিউটিক্যাল শিক্ষার মানোন্নয়ন করতে পারবে, যা তাত্ত্বিক জ্ঞান ও হাসপাতালের ফার্মেসি ব্যবস্থাপনার মধ্যে ব্যবধান কমাবে।
এভারকেয়ার হাসপাতালের গ্রুপ মেডিকেল সিনিয়র ডিরেক্টর কায়সার চৌধুরী বলেন, 'আমরা এভারকেয়ারে স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে শিক্ষা ও উদ্ভাবনের গুরুত্ব বুঝি। NSU-এর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের সঙ্গে এই সহযোগিতা শিক্ষার্থীদের একাডেমিক উন্নতি নিশ্চিত করার পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবা খাতে দক্ষ পেশাদার তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,'এভারকেয়ার হাসপাতালের সঙ্গে এই সমঝোতা স্মারক একাডেমিক উৎকর্ষ এবং শিল্প সহযোগিতার প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রকাশ করে। ক্লিনিক্যাল অভিজ্ঞতার সঙ্গে ফার্মাসিউটিক্যাল শিক্ষার সংযোগ ঘটিয়ে আমরা শুধু শিক্ষার্থীদের দক্ষতাই বৃদ্ধি করছি না, বরং বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নয়নেও অবদান রাখছি। গবেষণা ও পেশাগত বিকাশে এই অংশীদারিত্বের ইতিবাচক প্রভাব দেখার অপেক্ষায় আছি।'
নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ডক্টর মোহাম্মদ হোসেন শাহরিয়ার এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন,'এই অংশীদারিত্ব গবেষণা ও পেশাদার প্রশিক্ষণের নতুন দিগন্ত উন্মোচন করবে, যা শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে উপকৃত করবে। শিক্ষার্থীরা হাসপাতালের কার্যক্রম, ক্লিনিক্যাল গবেষণা এবং ফার্মাসিউটিক্যাল শিল্প সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক হবে।'
বিডি প্রতিদিন/মুসা/বিজ্ঞপ্তি