নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ঘুষবাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী ও জনতা। এ সময় ফলাফল ঘোষণার প্রস্তুতিসহ নিয়োগ সংক্রান্ত কাজে কার্যালয়ের ভিতরেই অবস্থান করেন সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন।
গতকাল দুপুর ১টার দিকে শহরের এনএস রোডে অবস্থিত ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা। তারা দাবি জানান, শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে অবিলম্বে পুনরায় পরীক্ষা গ্রহণ করতে হবে।
আগের দিন শুক্রবার কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সাতটি পদের ১১৫টি শূন্য পদে নিয়োগ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ৫০ ভাগের কিছু বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু পরীক্ষার আগেই গভীর রাত থেকেই কুষ্টিয়া শহরের একটি বাসায় ২৫-৩০ জন শিক্ষার্থীর রহস্যজনক প্রবেশ ও পরীক্ষার আগমুহূর্তে বের হওয়ার দৃশ্যে বিতর্কের জন্ম দেয়।
এদিকে নিয়োগ পরীক্ষা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় শনিবার রাতে নিয়োগ কমিটির এক জরুরি বৈঠকে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মো. কামাল হোসেন।