তিন দফা দাবি ১৫ নভেম্বরের মধ্যে সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। অন্যথায় বার্ষিক ও বৃত্তি পরীক্ষা বর্জনসহ লাগাতার কর্মসূচির ঘোষণা দেন শিক্ষক নেতারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। দাবিগুলো হলো- সহকারী শিক্ষক পদটি এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
আনোয়ারুল ইসলাম তোতার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহিনুর আল-আমীন। লাগাতার কর্মসূচির মধ্যে রয়েছে- ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি, ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট। নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন।