জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ টাইমসের সিনিয়র ফটো সাংবাদিক আবদুল হালিম চৌধুরী (৭৭) আর নেই। শুক্রবার রাত ১টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা ২টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আবদুল হালিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।