বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছন, ঐকমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপাতে চাচ্ছে। ঐকমত্য কমিশনের মতামতের জন্য তাদের রাখা হয়নি। গতকাল দুপুর ১২টায় রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কমিশনের সদস্যদের প্রতি আহ্বান, আপনারা যে যেখানে কাজ করতেন সেখানে ফিরে যান। দেশের সিদ্ধান্ত সাধারণ মানুষকে নিতে দেন। তিনি বলেন, কমিশন তাদের সিদ্ধান্ত চাপানোর মাধ্যমে নির্বাচন পেছাতে চাচ্ছে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান নির্বাচন বানচলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে। বড় বড় মেগা প্রজেক্টের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পুরোনো ধাচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করা হবে। যেন প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ করা হবে। কুঠির শিল্প স্বয়ংসম্পূর্ণ করা হবে। তাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের সুযোগ সৃষ্টি করা হবে। আগে যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে তারাই ব্যবসা করেছে, তবে তারা ব্যবসার থেকে বেশি লুটপাট করেছে। বিএনপি সরকারের প্রভাব কমিয়ে ব্যবসায়িক ক্ষেত্রে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ কমানো হবে।