জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আমরা বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যাতে করে এই দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে অতিক্রম করতে পারে। আমাদের ভিত্তি এবং শপথ হবে রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারবে না। রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে তাহলে কোনো আমলা দুর্নীতি করতে পারবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা দুর্নীতিকে না বলতে চাই।’ গতকাল দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ শাখা শিবিরের ব্যানারে ক্যাম্পাস মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামায়াতের এ নেতা বলেন, যাকাতভিত্তিক একটি অর্থ ব্যবস্থাকে ভিত্তি ধরে আমরা যদি অগ্রসর হই, আমরা হিসেব করে দেখেছি বাংলাদেশের যত সমস্যা আছে, এগুলো সমাধান করতে পাঁচ বছর সময় লাগবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। বড় ভাই সিস্টেম বাদ দিতে হবে।
জুলাই যোদ্ধারা জানিয়ে দিয়েছে যে আমাদের সবকিছুর উপরে মেধা বড়। আর বড়ভাই সিস্টেম বাংলাদেশে চলবে না।’
কলেজ শিবিরের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের সভাপতি আল মামুন রাসেল। কলেজ শিবিরের সেক্রেটারী মেহেরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী ফয়েজ আহমেদ, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন ও সেক্রেটারী আব্দুল আউয়াল হামদু প্রমুখ।