স্তন ক্যানসার প্রতিরোধে দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তনের জন্য সচেতনতার বিষয়ে সবাইকে ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে স্তন ক্যানসার সচেতনতা মাসের সমাপনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মেয়র বলেন, স্তন ক্যানসারের চিকিৎসানির্ভর করে রোগটি শরীরের আর কোনো অঙ্গে ছড়িয়েছে কি না। দেরিতে বা শেষ পর্যায়ে এ রোগ শনাক্ত হলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম।
তা ছাড়া ঝুঁকি এবং চিকিৎসা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। পরিবারের আর্থিক অবস্থা কিংবা নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেজন্য পুরুষদেরও এ ক্ষেত্রে অত্যন্ত সহানুভূতিশীল এবং দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তনের জন্য সচেতনতার বিষয়ে সবাইকে ভূমিকা পালন করতে হবে।
স্তন ক্যানসারের সচেতনতা বাড়াতে মাসব্যাপী এ আয়োজন করে বেসরকারি বিশেষায়িত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া। এতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন।