৮ আগস্ট রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন’ শীর্ষক সেমিনার ঘিরে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত নেতিবাচক সংবাদ নিয়ে বক্তব্য দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেমিনারের মূল প্রবন্ধ ও আলোচ্য বিষয়ের বাইরে গিয়ে কিছু গণমাধ্যম উপদেষ্টাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, যা অ্যাসোসিয়েশনের বক্তব্য নয়। সংগঠনের মহাসচিব ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারটি ছিল একটি একাডেমিক আয়োজন। যেখানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা দেশের জনপ্রশাসনের গতিপ্রকৃতি, প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে তাঁদের মতামত প্রকাশ করেন। অ্যাসোসিয়েশনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
আরও জানানো হয়েছে, সেমিনারের পর সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছিল, যাতে আলোচ্য বিষয় ও মূল বক্তব্যসমূূহ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কিছু সংবাদমাধ্যম ওই বিজ্ঞপ্তির বাইরে গিয়ে উপদেষ্টাদের বিষয়ে ভিন্নধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে, যা অ্যাসোসিয়েশনের অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয়।