বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও এমডি ফখরুল ইসলামসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ভুয়া প্রতিষ্ঠানকে জামানতবিহীনভাবে ৩০ কোটি টাকা ঋণ অনুমোদনের মাধ্যমে আত্মসাতের অভিযোগে মামলাটি করেছে সংস্থাটির উপপরিচালক রণজিৎ কুমার কর্মকার। মামলার অন্য আসামিরা হলেন- পরিচালক শুভাশিষ বোস, শ্যাম সুন্দর সিকদার, নিলুফার আহমেদ, কামরুন নাহার আহমেদ, এ কে এম রেজাউর রহমান, এ কে এম কামরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আনিস আহমেদ, প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব শাহ আলম ভূঞা, ব্যবস্থাপক শিপার আহমেদ, ওমর ফারুক, এস এম জাহিদ হাসান, প্রোপ্রাইটর (ফোর এস স্টিল) মাসুদ রানা ও সাধারণ গ্রাহক কামাল হোসেন সেলিম এবং তার স্ত্রী সাহিদা আক্তার শিমু।