জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মুয়ায্যম হোসাইন হেলাল বলেছেন, শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ না করে, যারা তোষামোদী করেছে তারাই হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশ মাতৃকা নিয়েও প্রত্যেককে ভাবতে হবে। আমরা যে যেখানেই থাকি। প্রত্যেককে সৎ থাকতে হবে। গতকাল বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে শক্ত ভূমিকা পালন করাসহ নির্বাচনকালীন সময়ে বরিশালে যেন একটি সহমর্মিতা ও সহযোগিতা মূলক পরিবেশ বজায় থাকে সেজন্য সব সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।