সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৫৪ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হন ৫৮৭ জন। গতকাল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১টি দেশীয় স্টেনগান, ১টি ওয়ান শুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও ২টি এলজি। জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।