রাজধানীর খিলগাঁওয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল কীডি সিটিতে ফল উৎসব ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্কুলটিতে আনন্দঘন পরিবেশে এ আয়োজন হয়। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল কার্যক্রম ও পুনর্বাসনের জন্য সরকারি সহায়তা আরও বাড়ানোর দাবি জানান স্কুলের প্রধান শিক্ষক জিয়াদ বিপ্লব।
এদিন স্কুলে বিভিন্ন রকমের মৌসুমি ফল নিয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। হাতে-কলমে তাদের চেনানো হয় আম, কাঁঠাল, লিচু, কলা, আনারস, আঙুর, পেয়ারা, আমড়া, পেঁপে, লটকনসহ বিভিন্ন দেশি-বিদেশি ফল। এ ছাড়া স্কুলে কেক কেটে বার্ষিক ক্লাস পার্টিও উদ্যাপন করা হয়।
প্রধান শিক্ষক জিয়াদ বিপ্লব বলেন, যেহেতু আমাদের শিশুরা সমাজের বিশেষ শ্রেণিভুক্ত ও চাহিদাসম্পন্ন। তাদের বুদ্ধি ও মেধার বিকাশের জন্য এ ধরনের কার্যক্রম খুবই কার্যকর। তবে দেশে এটি এখনো অবহেলিত খাত। তাই সরকারি সহায়তা আরও বাড়ানো প্রয়োজন।