তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরিতে প্রযুক্তি খাতের ভূমিকা অনস্বীকার্য। প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি শুধু চাকরির সুযোগ তৈরি করে না, বরং উদ্যোক্তা তৈরি করে, যা দেশের অর্থনীতিকে আরও উন্নত করতে সাহায্য করে। গতকাল কুমিল্লার বুড়িচংয়ে দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ভূমিকা শীর্ষক সেমিনার এবং উদ্যোক্তা সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসানের সভাপতিত্বে উদ্যোক্তা সংলাপে বক্তব্য রাখেন টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক, বিডি জবসের ফাহিম মাশরুর, শেয়ার ট্রিপের সাদিয়া হক, সেবা ডট এক্সওয়াইজেডের ইলমুল হক সজীব।