সিলেটে কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি ৪৮ ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, লবিয়া, নোয়াকোট, কালাইরাগ, বিছানাকান্দি, সোনারহাট, পান্থুমাই, প্রতাপপুর, উৎমা, শ্রীপুর এবং সংগ্রাম বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় বিপুল ভারতীয় সানগ্লাস, গরু, চিনি, চকলেট, হেয়ার ওয়েল, আইবল ক্যান্ডি, জুস, সাবান, মদ জব্দ করে। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ ৫ হাজার ৯০০ টাকা বলে জানায় বিজিবি।
এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।