রাজধানীর কড়াইল বস্তিতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাড়াটিয়ার মারধরে মনি বেগম (৩৫) নামে বাড়ির মালিক নিহত হয়েছেন। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। প্রথমে গুরুতর আহতাবস্থায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয় বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাত পৌনে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারীর স্বামী আনিস বলেন, আমাদের ভাড়াটিয়া সুলতান আমার স্ত্রী মনির কাছ থেকে মাসখানেক আগে ৪০ হাজার টাকা ধার নেয়। পরে সময়মতো টাকা দিচ্ছে না। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে সুলতানের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতান আমার স্ত্রীর তলপেটে লাথি দেয়। এতে তার মৃত্যু হয়।
সে পড়ে গেলে, তার স্ত্রী মমতাজ, মেয়ে মুন্নি ও ছেলে মনির মারধর করে ফেলে রাখে। পরে আমরা হাসপাতালে নিয়ে যাই।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গেছে, মনি বেগমের গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার গাজীর খামার এলাকায়। কড়াইল বস্তির বেলতলা আদর্শ নগরে পরিবারের সঙ্গে থাকতেন।